সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫

|

ভাদ্র ২৩ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে গণপিটুনিতে ছিনতাইকারী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:১৪, ৭ সেপ্টেম্বর ২০২৫

নারায়ণগঞ্জে গণপিটুনিতে ছিনতাইকারী নিহত

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছিনতাই করার সময় গণপিটুনিতে এক ছিনতাইকারী নিহত হয়েছেন।

রোববার (৭ সেপ্টেম্বর) ভোরে সিদ্ধিরগঞ্জের ৬ নং ওয়ার্ডের এস.ও ঈদগা মাঠের কাছে বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত ছিনতাইকারীর নাম পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।

স্থানীয়রা জানান, ভোরে বটতলা এলাকায় সিমেন্টের রেডিমিক্স ঢালাই বহনকারী একটি গাড়ি পৌছলে অজ্ঞাত তিনজন ছিনতাইকারী চাকু ছোঁড়া হাতে গাড়িটিকে থামার সিগনাল দেয়। গাড়ির চালক মশিউর রহমান ঘটনা আচ করতে পেরে গাড়ি না থামিয়ে চলে যাওয়ার চেষ্টা করে। আক্রমণকারীদের মধ্যে একজন তাৎক্ষণিক ইট দিয়ে গাড়ির সামনের গ্লাসে ঢিল ছোড়লে গ্লাস ভেঙে চালক ও সহকারী আহত হয়। তখন গাড়ির গতি কমে গেলে আক্রমণকারীরা গাড়িতে উঠে গাড়িটি তাদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে।

এসময় গাড়ির চালক ও সহকারীর চিৎকার চেঁচামেচি করলে পথচারীরা এগিয়ে আসে এবং আক্রমণকারীদেরকে ধাওয়া করলে আক্রমণকারীরা দৌড়ে পালিয়ে যাওয়ার সময় হোঁচট খেয়ে একজন পড়ে যায়। পরে পথচারীরা তাকে গণপিটুনি দেয়। এসময় গাড়ির চালক বিষয়টি তার কোম্পানির প্রতিনিধিদেরকে তাৎক্ষণিক জানানোর পর কোম্পানির প্রতিনিধিগণ আক্রমণকারীকে সহ গাড়িটি ডিপোতে নিয়ে যাওয়ার নির্দেশ দেয়। কোম্পানির নির্দেশমতো চালক মশিউর রহমান উক্ত আক্রমণকারীকে আহত অবস্থায় সিমেন্ট রেডিমিক্সের ডিপো আইল পাড়ায় নিয়ে যায়। পরে সকাল আনুমানিক সাড়ে ছয়টার দিকে আক্রমণকারী অজ্ঞাত (৩০) ব্যক্তি আইলপাড়া সিমেন্ট রেডি মিক্স এর ডিপোর অভ্যন্তরে মারা যায়। 

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, পুলিশ ঘটনাস্থলে কাজ করছে। আমরা লাশটি উদ্ধার করেছি।