সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫

|

ভাদ্র ২৩ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

মেট্রোরেলের দাবীতে নারায়ণগঞ্জে সর্বদলীয় মানববন্ধন 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৫:৩২, ৭ সেপ্টেম্বর ২০২৫

মেট্রোরেলের দাবীতে নারায়ণগঞ্জে সর্বদলীয় মানববন্ধন 

মানববন্ধন

নারায়ণগঞ্জে এমআরটি-২ মেট্রোরেল প্রকল্পে নারায়ণগঞ্জকে সংযুক্ত করার দাবীতে সর্বদলীয় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। এসময় বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক, সাংবাদিক ও সমাজিক সংগঠনের নেতৃবৃন্দরা মানববন্ধনে অংশ নেন।

রোববার (৭ সেপ্টেম্বর) ওয়ার্কিং ফর বেটার নারায়ণগঞ্জ সংগঠনের সমন্বয়ক মাকছুদুল আলম খন্দকার খোরশেদের উদ্যোগে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। 

এসময় মানববন্ধনে অংশ নিয়ে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু বলেন, গডফাদার ফ্যাসিস্টরা এখন নেই। তাদের প্রেতাত্মারা যদি থেকে থাকেন, আপনারা যদি নারায়ণগঞ্জের উন্নয়ন বাধাগ্রস্ত করেন তাহলে নারায়ণগঞ্জবাসী বসে থাকবে না৷ আমরা এর দাঁত ভাঙা জবাব দেবো। নারায়ণগঞ্জ গুরুত্বপূর্ণ জেলা এ জেলার রাজস্ব অন্য জেলা থেকে অনেক বেশি। তবুও নারায়ণগঞ্জবাসীর ভবিষ্যত নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। প্রয়োজনে আমরা ঢাকার উদ্দ্যেশ্যে লংমার্চ করবো, প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করবো। 

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব জানান, নারায়ণগঞ্জকে মেট্রোরেলের আওতায় আনতে হবে। এটা কোন রাজনৈতিক দলের নয়, নারায়ণগঞ্জবাসীর প্রাণের দাবী। আমরা অনলাইনে সোচ্চার ছিলাম। অনলাইন প্ল্যাটফর্ম গুরুত্বপূর্ণ। গণসংহতি আন্দোলন সরকারের উচ্চ পর্যায়ে যোগাযোগ করেছেন। তাদের ধন্যবাদ জানাই। এই দাবী আদায়ের জন্য রাজনৈতিক নেতৃবৃন্দরা যা যা করা প্রয়োজন তা করবেন।

নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল জব্বার বলেন, মেট্রোরেলের সুযোগ থেকে নারায়ণগঞ্জবাসী বঞ্চিত হলে এটা আমরা মানতে পারি না। খোরশেদ ভাই আমাদের একত্রিত করেছেন। নারায়ণগঞ্জের মানুষের এই সু ব্যাবস্থার জন্য এমআরটি ২ প্রকল্পের আওতায় নারায়ণগঞ্জকে আনার জন্য যা করার প্রয়োজন আমরা তাই করবো। এটি কোন রাজনৈতিক দলের কর্মসূচি নয়, এটি গণদাবি। 

নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আফজাল হোসেন পন্টি বলেন, দাবী আদায়ে মাঠে না নামলে তা আদায় হয় না। এটা বাংলাদেশের কালচার। মন্ত্রণালয় থেকে বলা হয়েছে এটা নাকি লাভজনক না। তারা ঢাকায় বসে কলমের খোঁচায় নারায়ণগঞ্জকে বাদ দিয়ে দিলেন। অথচ এই মেট্রোরেল যে করা হবে এটা আমাদের জনগণের টাকায় করবেন। মেট্রোরেল কোথাও লাভজনক নয়, এটি সারা বিশ্বেই সেবা দানকারী। আমি আহ্বান জানাবো আপনারা এগ্রেসিভ কর্মসূচি দিন। নারায়ণগঞ্জকে রক্ষার জন্য আমাদের হরতাল অবরোধের মত কর্মসূচি দিতে হবে। এ সরকার ভাল ভাবে কথা বললে শোনে না।

নারায়ণগঞ্জ মহানগর ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেন, মেট্রোরেলের দাবী কোন দল মতের নয়৷ এটি আপামর জনগণের দাবী। কোন ব্যাক্তি স্বার্থে যদি এটা করতে চান তাহলে আমরা নারায়ণগঞ্জবাসীকে সাথে নিয়ে দাঁত ভাঙা জবাব দিবো।

নারায়ণগঞ্জ জেলা ছাত্র ফেডারেশনের সভাপতি ফারহানা মানিক মুনা বলেন, এই মেট্রোরেল নারায়ণগঞ্জ পর্যন্ত বর্ধিত করতে হবে। যেকোন মূল্যে এমআরটি ২ প্রকল্পে নারায়ণগঞ্জকে যুক্ত করতে হবে। আমাদের লড়াই চলবে যতক্ষণ এমআরটি ২ নারায়ণগঞ্জের সাথে যুক্ত না হবে। আমরা সুস্থ, নিরাপদ ও ভয়হীন নারায়ণগঞ্জের জন্য লড়াই করছি। নাগরিকদের ঐক্যই নারায়ণগঞ্জবাসীর শক্তি।

এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, বিএনপি নেতা মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, মহানগর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল জব্বার, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমেদ, মহানগর ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, নারায়ণগঞ্জ জেলা গণ সংহতি আন্দোলনের সমন্বয়কারী তরিকুল ইসলাম সুজন, জেলা ছাত্র ফেডারেশনের সভাপতি ফারহানা মানিক মুনা, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টিসহ নারায়ণগঞ্জের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা।