
ঢাকা চট্টগ্রাম মহাসড়ক
নারায়ণগঞ্জে আওয়ামী লীগ নেতাকর্মীদের মিছিলের ঘোষণায় রাতভর ঢাকা চট্টগ্রাম মহাসড়কে সতর্ক অবস্থানে ছিল নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেন তারা।
এসময় বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল করেন বিএনপি নেতাকর্মীরা। নারায়ণগঞ্জে নৈরাজ্য সৃষ্টি করতে চাইলে দুষ্কৃতকারীদের রুখে দেয়া হবে বলে জানান তারা।
এর আগে শুক্রবার রাত নয়টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে মশাল মিছিলের ঘোষণা দেয় আওয়ামী লীগ। ঢাকার আদলে নারায়ণগঞ্জেও শোডাউন করা হবে বলে সেই পোস্টে জানান তারা।