সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫

|

ভাদ্র ২৩ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

মেট্রোরেল প্রকল্পে না.গঞ্জকে সংযুক্ত না করাটা অবিচার: সিরাজুল মামুন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:১৫, ৭ সেপ্টেম্বর ২০২৫

মেট্রোরেল প্রকল্পে না.গঞ্জকে সংযুক্ত না করাটা অবিচার: সিরাজুল মামুন

ফাইল ছবি

​খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবং নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি পদপ্রার্থী এবিএম সিরাজুল মামুন বলেন- মেট্রোরেল প্রকল্পে নারায়ণগঞ্জকে যুক্ত না করার বিষয়টি খুবই দুঃখজনক। দেশের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্প ও বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিচিত নারায়ণগঞ্জকে আধুনিক গণপরিবহন ব্যবস্থার বাইরে রাখা কোনোভাবেই যুক্তিযুক্ত নয়। ৭ সেপ্টেম্বর-২০২৫ ইং, রবিবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

​সিরাজুল মামুন আরো বলেন- নারায়ণগঞ্জ থেকে প্রতিদিন হাজার হাজার মানুষ বিভিন্ন কাজে ঢাকা যাতায়াত করে থাকে। মেট্রোরেল প্রকল্পে নারায়ণগঞ্জকে যুক্ত করলে এই অঞ্চলের মানুষের জীবনযাত্রা অনেক সহজ হবে। একইসাথে এটি নারায়ণগঞ্জসহ দেশের অর্থনৈতিক উন্নয়নেও বড় ভূমিকা রাখবে। নারায়ণগঞ্জকে এই প্রকল্প থেকে বাদ দেওয়া হলে এখানকার মানুষের প্রতি অবিচার করা হবে।

​তাই আমি সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, মেট্রোরেল প্রকল্পের আওতায় নারায়ণগঞ্জকে অন্তর্ভুক্ত করতে অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হোক। আমরা আশা করি, সরকার জনগণের এই যৌক্তিক দাবিকে গুরুত্ব সহকারে বিবেচনা করবে।