সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫

|

ভাদ্র ২৩ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

রুপগঞ্জে ঝুটের গোডাউনে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২২:৫০, ৬ সেপ্টেম্বর ২০২৫

রুপগঞ্জে ঝুটের গোডাউনে আগুন

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি ঝুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে রূপগঞ্জ উপজেলার খাদুন এলাকায় এই ঘটনা ঘটে। 

অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় বিশ লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবী করেছেন ঝুটের গোডাউনের ব্যাবসায়ীরা। প্রাথমিকভাবে সিগারেটের শেষ অংশ থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। 

কাঁচপুর মর্ডান ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আলম জানান, আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে। গেডাউনটি একটি খোলামেলা এরিয়ার মধ্যে। সিগারেট বা ওরকম কিছু থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছি। এঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।