বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫

|

ভাদ্র ২৫ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে পলিথিন বিরোধী অভিযানে ১১৬ কেজি পলিথিন জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০০:০৯, ১১ সেপ্টেম্বর ২০২৫

নারায়ণগঞ্জে পলিথিন বিরোধী অভিযানে ১১৬ কেজি পলিথিন জব্দ

পরিবেশ অধিদপ্তরের বিশেষ অভিযান

নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের ব্যবহার ও বাজারজাতকরণ রোধে পরিবেশ অধিদপ্তরের বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। 

বুধবার (১০ সেপ্টেম্বর ২০২৫) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার উম্মে হাবিবা ফারজানার নেতৃত্বে কাঁচপুর কাঁচাবাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে অংশ নেন পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা এবং জেলা পুলিশের সদস্যরা।প্রসিকিউশনের দায়িত্বে ছিলেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. হুজ্জাতুল ইসলাম।

অভিযানের সময় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ৬(ক) ধারা লঙ্ঘনের অভিযোগে কাঁচপুর কাঁচাবাজারের চারটি দোকান থেকে প্রায় ১১৬ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয় এবং মোট ৩৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এর মধ্যে মহাসিন স্টোরে বিশ হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দ করা হয় ৯৫ কেজি পলিথিন। বরিশাল স্টোরে নয় হাজার টাকা জরিমানা ও ১০ কেজি পলিথিন জব্দ করা হয়। কুমিল্লা ভাই ভাই স্টোরে এক হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দ করা হয় দুই কেজি পলিথিন। এছাড়া আল্লাহ ভরসা স্টোরে নয় হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং সেখান থেকে জব্দ হয় নয় কেজি পলিথিন।

অভিযান শেষে পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক এ. এইচ. এম. রাসেদ জানান, নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের ব্যবহার, মজুদ, বিক্রয় ও বাজারজাতকরণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।