
ফাইল ছবি
বিদ্যুৎকেন্দ্র হঠাৎ বন্ধ হওয়ায় দেশব্যাপী লোডশেডিং হচ্ছে বলে জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।
আগামী তিন দিনের মধ্যে এই সমস্যার উন্নতি হবে বলে আশা করা যাচ্ছে।
সাময়িক এ পরিস্থিতি মোকাবিলায় দেশবাসীর কাছে সহযোগিতা চেয়েছে পিডিবি।
এক প্রেস বিজ্ঞপ্তিতে পিডিবি জানায়, বেশ কয়েকটি বড় বিদ্যুৎকেন্দ্র যান্ত্রিক ত্রুটিজনিত কারণে হঠাৎ বন্ধ হওয়ায় দেশব্যাপী লোডশেডিং হচ্ছে।
এর আগে শুক্রবার (১ আগস্ট) প্রকল্প কাজের জন্য দেশের উত্তরাঞ্চলের তিন জেলায় পাঁচ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে।