বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫

|

ভাদ্র ২৫ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বিসিবির নির্বাচনে প্রার্থী হবেন বিদ্যুৎ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:৪৬, ১০ সেপ্টেম্বর ২০২৫

বিসিবির নির্বাচনে প্রার্থী হবেন বিদ্যুৎ

ফাইল ছবি

১৯৯৯ সালে বাংলাদেশের প্রথম বিশ্বকাপ দলের ওপেনার শাহরিয়ার হোসেন বিদ্যুৎ বিসিবির নির্বাচনে বিসিবির নির্বাচনে প্রথমবারের মতো প্রতিদ্বন্দ্বিতা করবেন। তিনি নির্বাচন করবেন বিসিবির গঠনতন্ত্রের ‘এ’ ক্যাটাগরি থেকে। এই ক্যাটাগরি থেকে সাধারণত জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার প্রতিনিধিরা নির্বাচিত হয়ে আসেন। বিদ্যুৎ নির্বাচন করবেন ঢাকা বিভাগ থেকে। তিনি নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা থেকে কাউন্সিলার হয়ে আসবেন।

শাহরিয়ার হোসেন বিদ্যুৎ বর্তমানে নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য। কয়েকদিন আগে তিনি ক্রিকেটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিনিয়র সহসভাপতি নির্বাচিত হয়েছেন। বিসিবিতে নির্বাচন করা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি অনেক দিন ক্রিকেট খেলেছি। খেলা ছেড়ে দেওয়ার পর নারায়ণগঞ্জের ক্রিকেটের উন্নয়নে যতটা সম্ভব নিজের অবস্থান থেকে কাজ করে গেছি। এবার দেশের ক্রিকেটের উন্নয়নে কাজ করতে চাই। সেটি করতে হলে বিসিবিতে আসতে হবে। তা হলে কাজ করার প্ল্যাটফর্ম পাওয়া যাবে। নির্বাচিত হয়ে আসতে পারলে আশা করি, আমি সে সুযোগ কাজে লাগাতে পারব।’

শাহরিয়ার হোসেন বিদ্যুৎ জাতীয় বাংলাদেশের অভিষেক টেস্টেও দলের হয়ে ইনিংসের উদ্বোধন করেছিলেন। তিনি জাতীয় দলের হয়ে তিনটি টেস্ট ও ২০টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। টেস্টে ৯৯ ও ওয়ানডেতে ৩৬২ রান করেছিলেন। টেস্টে ৪৮ ও ওয়ানডেতে ৯৫ রান তার সর্বোচ্চ ইনিংস। তিনি ২০০৪ সালে সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন।