বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫

|

ভাদ্র ২৫ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সোনারগাঁয়ে পানিতে ডুবে বিইউপির ছাত্রের মৃত্যু, বাবার দাবি হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:৪৭, ১০ সেপ্টেম্বর ২০২৫

সোনারগাঁয়ে পানিতে ডুবে বিইউপির ছাত্রের মৃত্যু, বাবার দাবি হত্যা

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুকুরের পানিতে ডুবে মশহুদ মঞ্জুর বর্ষ (২২) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রোফেশনালের (বিইউপি) মার্কেটিং প্রথম বর্ষের শিক্ষার্থী।

বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে সোনারগাঁও মদনপুর একটি ফার্ম হাউজের পুকুরের পানিতে ডুবে যায় ওই শিক্ষার্থী। পরে তার বন্ধুরা তাকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক বিকেল সাড়ে ৫টার দিকে মৃত ঘোষণা করেন।  

বর্ষকে হাসপাতালে নিয়ে আসা বন্ধু বর্ণিল সপ্তর্ষী জানান, তাদের বাসা মোহাম্মদপুর এলাকায়। সকালে তারা সাত বন্ধু-বান্ধবী মিলে সোনারগাঁয়ে এক বন্ধুর বাবার ফার্ম হাউজে ঘুরতে যান। দুপুরের পর সেখানে একটি পুকুরে বর্ষসহ চারজন গোসল করতে নামে। এ সময় এক বন্ধু পা ফসকে পানিতে তলিয়ে যায়। এ সময় আরেক বন্ধু তাকে ধরতে যায়। এভাবে একজন আরেকজনকে ধরতে গেলে বর্ষ পুকুরের পানিতে তলিয়ে যায়। পরে সেখানকার আরও লোকজন এসে বর্ষকে পানি থেকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

হাসপাতালে মৃত বর্ষের বাবা শেখ মঞ্জুর বারী মঞ্জু জানান, তাদের বাড়ি গাজীপুর কালীগঞ্জে। বর্তমানে মোহাম্মদপুর বাবর রোডে থাকে। তার ছেলে মশহুদ মঞ্জুর বর্ষ বিইউপির মার্কেটিং বিভাগের প্রথম বর্ষে পড়ে। সে নিজে সাঁতার জানতো। পানিতে ডুবে মারা যাওয়ার কথা না। এখানে অন্য কোনো ঘটনা থাকতে পারে দাবি করেন তিনি।  

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, সোনারগাঁ এলাকা থেকে বন্ধুরা ওই শিক্ষার্থীকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষনা করেন। বন্ধুরা জানান, ছেলেটি পুকুরের পানিতে ডুবে গিয়েছিল। মরদেহ মর্গে রাখা হয়েছে।