শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫

|

আশ্বিন ১০ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জের ভাগ্য ঝুলে আছে বি এবং সি ক্যাটাগরির প্রশাসনিক গণ্ডিতে: তরিকুল সুজন 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:৫৩, ২৬ সেপ্টেম্বর ২০২৫

নারায়ণগঞ্জের ভাগ্য ঝুলে আছে বি এবং সি ক্যাটাগরির প্রশাসনিক গণ্ডিতে: তরিকুল সুজন 

তরিকুল সুজন

নারায়ণগঞ্জ শহীদ মিনারে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ৯ম জেলা সম্মেলনের সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সহ সভাপতি সৌরভ সেন এর সঞ্চালনায় সমাবেশের সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি  ফারহানা মানিক মুনা।

সমাবেশের বিশেষ অতিথি হিসেবে গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী তরিকুল সুজন বলেন,  গত ৫ আগষ্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে নারায়ণগঞ্জের গুম-খুন সন্ত্রাসী বাহিনী নারায়ণগঞ্জ ছেড়ে পালিয়েছে। তাদের পালিয়ে যাবার মধ্য দিয়ে রাজনৈতিক বাধাঁ অপসারিত হয়েছে কিন্তু রয়ে গেছে তাদের করা প্রশাসনিক বাঁধা। নারায়ণগঞ্জ জেলা বি ক্যাটাগরি মর্যাদার জেলা এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন সি ক্যাটাগরি মর্যাদা সম্পন্ন সিটি কর্পোরেশন। এই বি এবং সি ক্যাটাগরির কারনে টেকসই এবং পরিকল্পিত নারায়ণগঞ্জ গড়ে উঠার জন্য প্রয়োজনীয় বরাদ্দ, জনবল, অবকাঠামো পাওয়া যাচ্ছে না। যেটুকু পাওয়া যাচ্ছে সেটুকু পর্যাপ্ত নয়। এই অপর্যাপ্ত বরাদ্দ, জনবল, অবকাঠামো দিয়ে নারায়ণগঞ্জের গুণগত পরিবর্তন করা যাবে না। নারায়ণগঞ্জকে বদলাতে হলে এই বি এবং সি ক্যাটাগরির প্রশাসনিক গণ্ডির বাঁধা অতিক্রম করতে হবে। 

তিনি আরো বলেন, মেট্রোরেল প্রকল্প এমআরটি-২ তে নারায়ণগঞ্জকে অর্ন্তভুক্ত করতে হবে। নারায়ণগঞ্জবাসী যেন কোন ভাবে মেট্রোরেলের সুবিধা থেকে বঞ্চিত না হয়, তার জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোকে স্মারকলিপি দিচ্ছি। ইতিমধ্যে আমরা ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসককে স্মারকলিপি প্রদান করেছি। অচিরেই আমরা যোগাযোগ উপদেষ্টাকেও স্মারকলিপি দিবো, আমাদের দাবি জানাবো। এবং নারায়ণগঞ্জকে মেট্রোরেল প্রকল্পে অর্ন্তভুক্ত করতে সমস্ত প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবো। কোনভাবেই নারায়ণগঞ্জবাসীকে মেট্রোরেলের সুবিধা থেকে বঞ্চিত করা যাবে না। 

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। আরো বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় রাজনৈতিক পরিষদের সদস্য তাসলিমা আখতার লিমা, গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ মহানগর কমিটির নির্বাহী সমন্বয়কারী পপি রানী সরকার, বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি সাইদুর রহমান।