শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫

|

আশ্বিন ১০ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নিরাপত্তা নিশ্চিতে সকল বাহিনী কাজ করছে : ডিসি 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:২৭, ২৬ সেপ্টেম্বর ২০২৫

নিরাপত্তা নিশ্চিতে সকল বাহিনী কাজ করছে : ডিসি 

জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, সনাতন ধর্মাবলম্বীদের আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আমরা নিয়মিত পূজামণ্ডপ গুলো পরিদর্শন করছি । নারায়ণগঞ্জে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে একটি উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হবে। 

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানবাজার সাহাপাড়া সার্বজনীন দুর্গা মন্দির এবং টানবাজার বঙ্গ বিহারী মন্দির পরিদর্শনকালে একথা বলেন তিনি। 

এসময় তিনি মন্দির দুটির প্রতিমা তৈরিসহ সামগ্রিক খোঁজ-খবর নেন এবং উৎসবমুখর পরিবেশে দর্শণার্থীরা যেন পূজা উদযাপন করতে পারে সে জন্যে একদিকে যেমন সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে অপরদিকে প্রত্যেকটি পূজামন্ডপে আর্থিক ও অন্যান্য প্রয়োজনীয় সকল সহায়তা প্রদান করার প্রতিশ্রুতি প্রদান করেন তিনি।

এসময় তিনি আরও বলেন, নারায়ণগঞ্জের পূজার সৌন্দর্য্য উপভোগ করতে জেলার বাইরে থেকেও দর্শনার্থী এসে থাকে। তাই প্রতিবারের ন্যায় এবারো পূর্ণ নিরাপত্তা নিশ্চিতে আমাদের প্রশাসন ও সকল আইনশৃঙ্খলা বাহিনী একযোগে দায়িত্ব পালন করবে। ফলে আমরা সকলে মিলে সুন্দরভাবে এই দুর্গাপূজা উদযাপন করতে পারবো।