
উঠান বৈঠক
নাগরিক অধিকার, নতুন সংবিধান, বিচার ও সংস্কার, চাঁদাবাজ, মাদক, দূর্নীতি নির্মূল বিষয়ে সিদ্ধিরগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকালে সিদ্ধিরগঞ্জপুলস্থ ডিএনডি লেক সংলগ্ন
এলাকা এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ সদর উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী মো: সাগর মল্লিকের আয়োজনে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট আব্দুল্লাহ আল আমিন।
এনসিপির জেলা সমন্বয় কারি সদস্য মোঃ জাবেদ আলম এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনসিপি জেলা সমন্বয় কারি সদস্য মো: সোহেল খান সিদ্দিক, সদস্য রাইসুল ইসলাম রিফাত, সদস্য রাজিবুল হাসান রোকন ও সদস্য মোহাম্মদ শিমুল প্রমূখসহ জাতীয় নাগরিক পার্টি-এনসিপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।