শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫

|

আশ্বিন ১০ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আড়াইহাজারে বৃদ্ধাকে গলা কেটে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:৪৪, ২৬ সেপ্টেম্বর ২০২৫

আড়াইহাজারে বৃদ্ধাকে গলা কেটে হত্যা

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক বৃদ্ধাকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) আড়াইহাজার উপজেলার দুপ্তরা ইউনিয়নে এ ঘটনা ঘটে। 

নিহত বৃদ্ধা দুপ্তারা ইউনিয়নের তিনগাও এলাকার মৃত মোহাম্মদ আলীর মেয়ে সারনা বেগম (৭৫)।

জানা গেছে, সারনা বেগম দুপ্তারা এলাকায় শাওন টেক্সটাইল ও উদয়ন মিলের শ্রমিকদের জন্য মেসের খাবার রান্না করতেন। তিনি নিঃসন্তান ও স্বামী পরিত্যাক্তা ছিলেন।

নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।