শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫

|

আশ্বিন ১০ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ফতুল্লার ১০ পূজা মণ্ডপে উপহার প্রদান

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:৩৬, ২৬ সেপ্টেম্বর ২০২৫

ফতুল্লার ১০ পূজা মণ্ডপে উপহার প্রদান

পূজা মন্ডপে আর্থিক উপহার

নারায়ণগঞ্জের ফতুল্লায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে কয়েকটি পূজা মন্ডপে আর্থিক উপহার প্রদান করা করেছেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রির পরিচালক রিয়াদ মোহাম্মদ চৌধুরী।

শুক্রবার  (২৬ সেপ্টেম্বর) ফতুল্লা চৌধুরী বাড়ী এলাকায় এই উপহার প্রদান করা হয়। 

রিয়াদ মোহাম্মদ চৌধুরী ব্যক্তিগতভাবে ফতুল্লার লালপুর শ্যামা কালী মন্দির, দাপা পোস্ট অফিস কালী মন্দির, মেঘনা ঘাট কালী মন্দির,পঞ্চবটী শীষমহল শ্রী শ্রী রাধা গোবিন্দ বিগ্রহ মন্দির সহ ১০ টি মন্দিরে আর্থিক উপহার প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন লালপুর পূজা কমিটির সাধারন সম্পাদক অর্জুন দাস, কোষাধক্ষ্য সুমন ঘোষ, সাংগঠনিক সম্পাদক প্রদীপ দত্ত, মন্দির সেবায়েত নন্দলাল বসাক, ফতুল্লা মেঘনা ঘাট মন্দিরের সাধারন সম্পাদক অভি দাস, দাপা পোস্ট অফিস পূজা মন্ডপের সভাপতি পবিত্র রঞ্জন দাস, সাধারন সম্পাদক সবুজ দাস, কার্যকরী সদস্য প্রদীপ মন্ডল, সানী দাস, পঞ্চবটী শিষ মহল শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরের সহ- সভাপতি নিখিল চন্দ্র দাস, সাধারন সম্পাদক রাম প্রসাদ ঘোষ, সহ-সাধারন সম্পাদক দিলীপ কুমার দাস, সহ সাংগঠনিক সম্পাদক পীযুস চন্দ্র দাস, সহ-প্রচার সম্পাদক শিবু চন্দ্র দাস, প্রদীপ সাহা, বিপু চন্দ্র দাস, পরিমল দাস প্রমূখ।

এ ছাড়া আরো উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক রুহুল আমিন শিকদার, থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেন রবিন, থানা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল খালেক টিপু, থানা কৃষক দলের আহবায়ক জুয়েল আরমান, থানা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সাগর সিদ্দিকী, এনায়েত নগর ইউনিয়ন বিএনপির সহ সভাপতি আমিনুল ইসলাম লিটন প্রমুখ।