
ফাইল ছবি
বন্দরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় তিনটি দোকান ভস্মীভূত হয়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি সাধন হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর ) দুপুর ১২টার দিকে বন্দর রেললাইন লাইন শাহজালাল মাদ্রাসা পাশে গড়ে উঠা দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডের ঘটনার খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ১৫ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। ক্ষতিগ্রস্থদের দাবি
ক্ষতিগ্রস্তদের বরাত দিয়ে স্থানীয় জামায়াত নেতা কালাম জানান, দুপুরে জুম্মার নামাজের পূর্বে হঠাৎ করে বন্দর রেললাইন সড়কের পাশে হোসিয়ারী দোকানের নিচ থেকে আগুন জ্বলতে দেখে স্থানীয় লোকজন দৌড়াদৌড়ি করতে থাকে। মুহুর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়লে রুবেল,শাহজাহান,জুলহাসসের ৩ টি হোসিয়ারীর দোকানে থাকা বিভিন্ন মেশিনারী,থান কাপড় ও একটি রিক্সার গ্যারেজ এবং বাধন বিরিয়ানী হাউজ নামে আরো একটি দোকান পুড়ে যায়। অগ্নিকান্ডের ঘটনায় প্রায় ১০ লাখ টাকা ক্ষতিসাধন হয়েছে বলে ক্ষতিগ্রস্থ মালিক সূত্রে জানা গেছে।
বন্দর ফায়ার সার্ভিসের স্টেশনের সাব ইন্সপেক্টর ফারুক মিয়া জানান, আগুনের খবর পেয়ে ‘আমাদের ২টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে ১৫ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ড সংগঠিত হতে পারে । তদন্তের পর ক্ষয় ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ জানা যাবে।’