শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫

|

আশ্বিন ১০ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

না.গঞ্জে সড়ক দখলমুক্ত করতে বিএনপি নেতা টিপুর অভিযান

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:৪৭, ২৬ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ২০:২৪, ২৬ সেপ্টেম্বর ২০২৫

না.গঞ্জে সড়ক দখলমুক্ত করতে বিএনপি নেতা টিপুর অভিযান

সড়ক দখল করে বসা হকারদের উচ্ছেদে অভিযান

নারায়ণগঞ্জে সড়ক দখলমুক্ত করতে সড়ক দখল করে বসা হকারদের উচ্ছেদে অভিযান চালিয়েছে বিএনপি নেতাকর্মীরা। অভিযানে নেতৃত্ব দেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। 

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে শহরের চাষাঢ়া এলাকায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

এসময় টিপু বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর আমরা ফুটপাত মুক্ত করতে চেয়েছিলাম। যেহেতু তাদের রোজগারের বিষয়, তাদের ছেলে মেয়েরাও বসে। আমরা বলেছিলাম ফুটপাতে বসবে, রাস্তায় ভ্যানগাড়ি বসবে না। যেহেতু আগামীকাল থেকে দূর্গাপূজা, আমরা চাই না রাস্তায় যানজট হোক।

তিনি আরও বলেন, রাস্তায় কোন ভ্যানগাড়ি বসবে না। ফুটপাতে একপাশে তারা বসুক। রাস্তায় বসলে যানজট হয়, আমার মা বোনদের ভোগান্তি হয়। চুরি, ছিনতাইয়ের মত ঘটনা ঘটে। আমরা চাইনা তাদের পেটে লাথি পড়ুক। আমরা চাই তারা ফুটপাতে একপাশে বসুক। রাস্তায় কোন ভ্যানগাড়ি থাকবে না।