শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫

|

আশ্বিন ১০ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সম্প্রীতির বাংলাদেশ নির্মাণ করতে চাই: মামুন মাহমুদ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:৪২, ২৬ সেপ্টেম্বর ২০২৫

সম্প্রীতির বাংলাদেশ নির্মাণ করতে চাই: মামুন মাহমুদ

অধ্যাপক মামুন মাহমুদ

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল একাত্তরের চেতনায় বিশ্বাসী, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ২৪ এর বিরোধী আন্দোলনে বিশ্বাস করে বৈষম্য বিরোধী একটি বাংলাদেশ গঠনে আমাদের নেতা জনাব তারেক রহমানের যে ৩১ দফা ঘোষণা সেই ঘোষণার ২ দফায় রয়েছে রেইন-বো নেশন। অর্থাৎ সকল জাতির, সকল ধর্ম, সকল বর্ণ পাহাড়ি সমতল এবং সকল মত পথের মানুষ মিলে একটি অসম্প্রদায় বৈষম্যহীন বাংলাদেশ। যে বাংলাদেশে ১৮ কোটি মানুষই বাংলাদেশী হিসেবে পরিচিত হবে। এখানে সব ধর্মের সমান অধিকার থাকবে, সব মানুষের সমান অধিকার থাকবে। যে ধর্মে বিশ্বাস করে সেও যে অধিকার রাখবে,  যে ধর্মে বিশ্বাস করে না সেও এক-ই অধিকার রেখে এদেশের নাগরিক হিসেবে বসবাস করবে। এরকম একটি অসাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ নির্মাণ করতে চাই। 

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকালে সিদ্ধিরগঞ্জের নয়াআটি মুক্তিনগর এলাকায় বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিদ্ধিরগঞ্জের ৮টি পুজা মন্ডপে আর্থিক অনুদান ও উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোঃ রিয়াজুল ইসলাম রিয়াজ, নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন কমিটির সহ-সভাপতি দুলাল চন্দ্র দাস, সিদ্ধিগঞ্জ থানা পূজা উদযাপন কমিটির সেক্রেটারি খোকন ভ্রমন, গোদনাইল হাজারীবাগ দুর্গা মন্দিরের সভাপতি পবিত্র চন্দ্র বর্মন, ২নং ঢাকেশ্বরী মন্দিরের সাধারণ সম্পাদক মাদব চন্দ্র দাসসহ ৮টি পুজা মন্ডপের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।