
ফাইল ছবি
কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ৫- দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর উদ্যােগে ২৬ সেপ্টেম্বর শুক্রবার বাদ জুম'আ বিক্ষোভ মিছিল - সমাবেশ শেষে বক্তব্যে মাওলানা আবদুল জব্বার বলেন দেশের সাধারণ মানুষ এবার পরিবর্তন চায়,পতিত স্বৈরাচারী সরকারের মতো আর কোন ভোট ডাকাতি দেখতে চায়না। দেশের সিংহ ভাগ মানুষ যেখানে পি আর পদ্ধতি চায় আশাকরি নির্বাচন কমিশন বিষয়টি আমলে নিয়ে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষনা করার আগেই পি আর পদ্ধতি অন্তর্ভুক্তি দেখতে চায়। তিনি বলেন, আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো লেভেল প্লেইং ফ্লিড। যারা নির্বাচন, নির্বাচন করছেন আগের মতো যদি ভোট ডাকাতি হয়ে যায়, আগের মতো যদি আমাদের অধিকার ছিনিয়ে নেওয়ার মতো অবস্থা হয়। তাহলে এটি বাংলাদেশের কেউ মেনে নিবেনা। যারা সংস্কার ছাড়া নির্বাচন, নির্বাচন জিকির করছেন, তাদের উদ্যেশে তিনি বলেন, আমাদের পার্শ্ববর্তী দেশে একটি ষড়যন্ত্র মূলক পরিকল্পনা হচ্ছে, যেনোতেনো করে বাংলাদেশে একটি পাতানো নির্বাচন দিয়ে আবার একটি দলকে নির্বাচিত করে স্বৈরাচারী করে গড়ে তোলা। অনেকেই বলেন ক্ষমতায় গিয়ে খুনিদের বিচার করবেন, ফ্যাসিস্টদের সাইজ করবেন আমরা মনে করি যেনোতেনো নির্বাচন এর মাধ্যমে ক্ষমতায় গেলে জুলাই সনদের সাংবিধানিক ভিত্তি না দিলে কেও কেও আপনাদের রিসাইজ করার জন্য অপেক্ষায় আছে। এটা বাংলাদেশের সাধারণ মানুষ আর হতে দিবেনা। দেশের সাধারণ মানুষকে বোকা বানিয়ে ক্ষমতায় গিয়ে ধোকা দেওয়া আর হতে দিবো না। এবার ন্যায় ইনসাফের বিজয় হবে ইনশাআল্লাহ। তাই জামায়াতের ৫ দফা কর্মসূচির বাস্তবায়ন জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগেই করতে হবে।