শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫

|

আশ্বিন ১০ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:৩৯, ২৬ সেপ্টেম্বর ২০২৫

নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল 

বিক্ষোভ মিছিল

নারায়ণগঞ্জে পিআর পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবীতে বিক্ষোভ মিছিল করেছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জামায়াতে ইসলামী। 

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) জুমার নামাজের পর নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়ায় দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে জামায়াত।

এসময় মিছিলটি মিশনপাড়া থেকে শুরু হয়ে ডিআইটি প্রদক্ষিণ করে চাষাঢ়া এসে শেষ হয়।

বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে জামায়াতের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশের মানুষ ইসলামকে বিজয়ী করলে, এদেশের মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারবে। অতীতের দিনগুলোতে ইসলাম না থাকার কারনেই, কুরআন না থাকার কারণেই, নামাজ ভিত্তিক সমাজ না থাকার কারণেই, যাকাত ভিত্তিক সমাজ না থাকার কারণেই দেশের মানুষ নির্যাতিত হয়েছে, নিপিড়ীত হয়েছে, জুলুমের শিকার হয়েছে।

তিনি আরও বলেন, এক শ্রেণির জালেম যারা সারাজীবন ক্ষমতায় থাকার কারণে শুধু নারায়ণগঞ্জ নয়, সারাদেশেই জুলুম নির্যাতন চালিয়ে শেষে দেশ ছেড়ে পালিয়ে গেছে। কিছু লোক পালিয়ে গেলেও তাদের অসংখ্য দোসর দেশের মধ্যে আবার তারা সেই পুরনো অবস্থায় দেশকে ফিরিয়ে নেয়ার চেষ্টা করছে।

এসময় বিক্ষোভ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন মহানগরীর জামায়াতের আমীর মাওলানা আব্দুল জব্বার সহ মহানগর জামায়াতের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দরা।