খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া
নারায়ণগঞ্জের রূপগঞ্জের আদুরিয়া এলাকায় গ্রামবাসীদের নিয়ে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে রূপগঞ্জের আদুরিয়া এলাকায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-০১ (রূপগঞ্জ) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।
এসময় তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন দিপু ভূঁইয়া। পাশাপাশি দেশপর এই ক্রান্তি লগ্নে নেতাকর্মীদের ধৈর্য ও ঐক্য বজায় রাখার আহ্বান জানান তিনি।
এসময় দোয়া মাহফিলক স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাধারণ গ্রামবাসী ও বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

