শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫

|

অগ্রাহায়ণ ২৭ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে অবৈধ অস্ত্র উদ্ধারে নেই তৎপরতা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৬:৩৭, ১২ ডিসেম্বর ২০২৫

নারায়ণগঞ্জে অবৈধ অস্ত্র উদ্ধারে নেই তৎপরতা

ফাইল ছবি

নারায়ণগঞ্জে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর ভোটের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। নিরাত্তা নিয়ে শঙ্কা থাকলেও জেলায় অবৈধ অস্ত্র উদ্ধারে এখনো দৃশ্যমান কোনো তৎপরতা চোখে পড়ছে না।

জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় জেলার কয়েকটি থানায় হামলার ঘটনা ঘটে এবং সেখান থেকে আগ্নেয়াস্ত্র, গুলি ও সরকারি গুরুত্বপূর্ণ সরঞ্জাম লুট হয়। এসকল লুট হওয়া অস্ত্রের বড় অংশই উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানা গেছে। 

আইনশৃঙ্খলা বাহিনী দাবি করছে অস্ত্র উদ্ধারে অভিযান চলছে এবং গোয়েন্দা তথ্য সংগ্রহ জোরদার করা হয়েছে। তবে মাঠপর্যায়ে তেমন ফলাফল না পাওয়ায় নাগরিকদের মধ্যে শঙ্কা বাড়ছে।

এদিকে নির্বাচনের আগে অস্ত্র উদ্ধারে শিথিলতা বজায় থাকলে সহিংসতার ঝুঁকি বাড়তে পারে। বিশেষ করে কিছু এলাকায় অতীতের সংঘর্ষ ও আধিপত্য-দাবির কারণে পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠতে পারে।

সাধারণ ভোটাররা বলছেন, নির্বাচন সামনে, এলাকায় অস্থিরতা বাড়লে ক্ষতি হবে সাধারণ মানুষেরই। দ্রুত অবৈধ অস্ত্র উদ্ধার না হলে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা কঠিন হয়ে পড়বে।

এদিকে জেলা প্রশাসন ও পুলিশ সুপার দপ্তর জানিয়েছে, নির্বাচনকালীন সহিংসতা ঠেকাতে বিশেষ টাস্কফোর্স গঠন করা হচ্ছে এবং লুট হওয়া অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত থাকবে।

অস্ত্র উদ্ধারের বিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও তদন্ত) তারেক আল মেহেদী জানান, অস্ত্র উদ্ধারে আমাদের প্রক্রিয়া চলমান রয়েছে। আমরা ইতোমধ্যে পুরস্কারের ঘোষণাও দিয়ে রেখেছি। নির্বাচনের আগেই যেন বাকী অস্ত্র উদ্ধার করা যায় সেজন্য থানা, জেলা, গোয়েন্দা বিভাগসহ সকলে সচেষ্ট রয়েছে।

নারায়ণগঞ্জে ভোটের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জেলার অতিরিক্ত নির্বাচন অফিসার রাকিবুজ্জামান রেনু বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমরা বসবো। আইনশৃঙ্খলা পরিস্থিতি এমন থাকবে যে ভোটাররা নির্দ্বিধায়, নিঃসংকোচে খুশি মনে ভোটকেন্দ্রে আসবে এবং ভোট দেবে। উৎসবমুখর পরিবেশে ভোট হবে। এমন পরিবেশ আমরা তৈরি করবো ইনশাআল্লাহ নারায়ণগঞ্জে।