ফাইল ছবি
ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ওসমান হাদী গুলিবিদ্ধ হয়েছেন। এঘটনার পর ঢাকার পার্শ্ববর্তী জেলা নারায়ণগঞ্জেও বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের নিরাপত্তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগরের কালভার্ট এলাকায় অস্ত্রধারীরা তাকে গুলি করে।
বর্তমানে ওসমান হাদী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
এঘটনার পর নারায়ণগঞ্জেও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা সতর্ক অবস্থানে রয়েছেন। প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিতে নেতাকর্মীরা নিজেদের পক্ষ থেকে কাজ করছেন।
এছাড়াও আইনশৃঙ্খলা পরিস্থিতি ও প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিতে নারায়ণগঞ্জ জেলা পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানানো হয়েছে।
এর আগে বিগত কয়েকদিন যাবৎ অজ্ঞাত নাম্বার থেকে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে পতিত ফ্যাসিস্টের দোসররা হুমকি ধমকি দিচ্ছিল বলে অভিযোগ করেছিলেন হাদী।

