ফাইল ছবি
নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে রয়েছেন মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। এ আসনে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে আছেন জামায়াতে ইসলামীর আনোয়ার হোসাইন মোল্লা। বিএনপি জামায়াতের মধ্যে নির্বাচনে মূল লড়াই হবে বলে ধারণা করা হচ্ছে। তবে নির্বাচনকে ঘিরে তেমন কোন শঙ্কা নেই বলে জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা ও সাধারণ ভেটাররা।
দীর্ঘদিন যাবৎ রূপগঞ্জের রাজনীতিতে সক্রিয় আছেন মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। বিগত নির্বাচনে দল থেকে মনোনয়ন না পেলেও এবার দল তাকে মূল্যায়ন করেছে। ইতিমধ্যে রূপগঞ্জে বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে এক কাতারে নিয়ে এসেছেন তিনি।
এদিকে আসনটিতে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন দলের আরেক হেভিওয়েট প্রার্থী কাজী মনিরুজ্জামান মনির। তবে দলীয় প্রার্থী ঘোষণার পর দিপু ভূঁইয়ার পাশে থেকে একসাথে কাজ করার প্রত্যয় ব্যাক্ত করেছেন তিনি। এ আসনে বিএনপির দুই বলয়ের নেতাকর্মীরাই বর্তমানে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ আছেন। ফলে এ আসনে বিএনপি বেশ শক্তিশালী অবস্থানে রয়েছে।
নির্বাচনের বিষয়ে দিপু ভূঁইয়া জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর হবে। মানুষ ভোট দেয়ার জন্য মুখিয়ে আছে। আমরা আশা করছি সারা দেশের মধ্যে সবচেয়ে বেশি ভোট কাস্ট হবে রূপগঞ্জে।
এদিকে আসনটিতে জামায়াতের প্রার্থী হিসেবে নির্বাচন করবেন আনোয়ার হোসাইন মোল্লা। নিয়মিত রূপগঞ্জের বিভিন্ন এলাকায় আনোয়ার হোসাইন ও তার অনুগামীরা প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
নির্বাচনের বিষয়ে আনোয়ার হোসাইন মোল্লা জানান, আসন্ন নির্বাচন সুষ্ঠু, সুন্দর হবে এটাই প্রত্যাশা। আমরা সরকারকে সুন্দর নির্বাচনী পরিবেশ ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের আহ্বান জানাচ্ছি।
এছাড়াও এ আসনে সক্রিয় আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি ইমদাদুল্লাহ হাশেমী। নিয়মিত রূপগঞ্জের বিভিন্ন এলাকায় গনসংযোগ করছেন তিনি।
এদিকে সাধারণ ভোটাররা বলছেন, আওয়ামী লীগের আমলে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে মাঠে ছিলেন বিএনপি নেতাকর্মীরা। তাদের কার্যক্রমও ছিল দৃশ্যমান। পাশাপাশি আসনটিতে বিএনপি নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকায় আসন্ন নির্বাচনে বিএনপি বেশ সহজেই এখানে বিজয়লাভ করবে বলে ধারণা করা হচ্ছে।

