মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬

|

মাঘ ১৩ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

শাসক হবে জনগণের খাদেম : মাসুম বিল্লাহ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:১১, ২৭ জানুয়ারি ২০২৬

শাসক হবে জনগণের খাদেম : মাসুম বিল্লাহ

মুফতি মাসুম বিল্লাহ

ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ আজ বন্দর থানার ২১ ও ২২ নম্বর ওয়ার্ডে ব্যাপক নির্বাচনী গণসংযোগ ও পথসভা করেন। এসময় তিনি সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা শোনেন।

গণসংযোগকালে মুফতি মাসুম বিল্লাহ বলেন, “দেশের বর্তমান সংকটময় পরিস্থিতি থেকে উত্তরণে খোলাফায়ে রাশেদার শাসনব্যবস্থার আদলে ইনসাফভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। যেখানে শাসক হবে জনগণের খাদেম এবং রাষ্ট্র পরিচালিত হবে ন্যায় ও জবাবদিহিতার ভিত্তিতে।”

তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ-৫ আসনকে একটি আদর্শ ও নিরাপদ জনপদ হিসেবে গড়ে তুলতে তিনি আন্তরিকভাবে কাজ করবেন। এলাকাবাসীর মৌলিক অধিকার নিশ্চিত করা, চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন, উন্নত যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ও স্বাস্থ্যখাতে গুণগত পরিবর্তন আনার প্রতিশ্রুতিও দেন তিনি।

মুফতি মাসুম বিল্লাহ বলেন, “আমি ক্ষমতার রাজনীতি নয়, সেবার রাজনীতি করতে চাই। আল্লাহভীরু ও আমানতদার নেতৃত্ব প্রতিষ্ঠিত হলে জনগণ প্রকৃত শান্তি ও উন্নয়ন উপভোগ করতে পারবে।”

এসময় স্থানীয় নেতৃবৃন্দ, ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মী-সমর্থক এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। গণসংযোগ শেষে এলাকাবাসী প্রার্থীর বক্তব্যে সন্তোষ প্রকাশ করেন এবং ন্যায়ভিত্তিক রাজনীতির প্রতি তাদের সমর্থনের কথা জানান।