সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬

|

মাঘ ১১ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আমরা সুন্দর আড়াইহাজার গড়তে চাই

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২২:৩৯, ২৫ জানুয়ারি ২০২৬

আমরা সুন্দর আড়াইহাজার গড়তে চাই

নজরুল ইসলাম আজাদ

নারায়ণগগঞ্জ ২ (আড়াইহাজার) আসনের বিএনপির মনোনীত প্রার্থী নজরুল ইসলাম আজাদ বলেছেন আমরা সুন্দর আড়াইহাজার গড়তে চাই, আমরা সুন্দর বাংলাদেশ গড়তে চাই। আড়াইহাজারে থাকবে না কোন সন্ত্রাস, কোন চাদাঁবাজ এবং মাদক ব্যবসা। আমরা সবাই মিলে সুন্দর দেশ গড়ব। তিনি রোববার আড়াইহাজার উপজেলার খাগকান্দা ইউনিয়নের বিএনপি আয়োজিত এক নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন। খাগকান্দা ইউনিয়ন বিএনপির সভাপতি বেলায়েত হোসেনের সভাপতিত্বে ও স্ধাারণ সম্পাদক  জাকারিয়ার পরিচালনায় আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা ও বিশিস্ট ব্যবসায়ী রাকিবুল ইসলাম রাকিব, উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভুইয়া, সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবু প্রমুখ। সমাবেশে হাজার হাজার নেতা কর্মীর ঢল নামে। নজরুল ইসলাম আজাদ সবাইকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান।