সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬

|

মাঘ ১২ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বন্দরে সাংবাদিকের মোটরসাইকেল চুরি আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:৫৫, ২৬ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৯:৫৭, ২৬ জানুয়ারি ২০২৬

বন্দরে সাংবাদিকের মোটরসাইকেল চুরি আটক ২

ফাইল ছবি

বন্দরে ২ যুবককে আটক করেছে ধামগড় ফাঁড়ি পুলিশ। আটককৃতরা  হলো সোনারগাঁ থানার গোয়ালদী এলাকার মৃত আব্দুল হক মিয়ার ছেলে রাজিব (৩২) ও বন্দর থানার মদনপুর ফুলহর এলাকার মৃত ওহিদ মিয়ার ছেলে আমির হোসেন (৩৫)। ধৃতদের সোমবার (২৬ জানুয়ারী) দুপুরে বন্দর থানার দায়েরকৃত চুরি মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে ভুক্তভোগী গণমাধ্যম কর্মী মহিউদ্দিন সিদ্দিকী বাদী হয়ে গত সোমবার (১ সেপ্টেম্বর)  দুপুরে বন্দর থানায় এ চুরি মামলা দায়ের করেন। যার মামলা নং- ২(৯)২৬। এর আগে সোমবার (১ সেপ্টেম্বর)  দুপুরে ভূক্তভোগী সাংবাদিক বাদী হয়ে বন্দর থানায় এ চুরি মামলা দায়ের করেন। যার মামলা নং- ২(৯)২৫।

জানা গেছে, গত (২৫ আগস্ট) সোমবার বিকেলে সাংবাদিক মহিউদ্দিন সিদ্দিকী পেশাগত কাজ শেষে করে বন্দর  খানাবাড়ি মোড়স্থ তার  নিজ বাড়ির গেটের সামনে  মোটরসাইকেলটি রেখে তার ফ্লাটে যায়। ওই সময় উৎপেতে থাকা চোরের দল কৌশলে উল্লেখিত বিল্ডিংএ অনাধিকার ভাবে প্রবেশ করে সাংবাদিক মহিউদ্দিন সিদ্দিকী ব্যবহৃত মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায়। এ রির্পোট লেখা পর্যন্ত মোটরসাইকেল চুরি ঘটনার দীর্ঘ ৪ মাস ৫ দিন অতিবাহিত হলেও চোরাইকৃত মোটরসাইকেলটি  উদ্ধারের সংবাদ জানাতে পারেনি পুলিশ।