মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬

|

মাঘ ১৩ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে র‍্যাবের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২০:২৮, ২৭ জানুয়ারি ২০২৬

নারায়ণগঞ্জে র‍্যাবের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

ফাইল ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে র‍্যাব-১১ এর অভিযানে ৪০ কেজি গাঁজাসহ তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) ভোর সাড়ে চারটার দিকে সোনারগাঁও থানাধীন মেঘনা টোল প্লাজা এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। র‍্যাব-১১ এর পাঠানো এক প্রেস রিলিজে অভিযানের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন ফাহিমুল ইসলাম সুমন (২৫), সে চট্টগ্রামের চন্দনাইশ থানার বাহুলী পাড়ার শফিউল আলমের ছেলে; মো. নাহিদ মিয়া (২৭), সে গাজীপুর জেলার গাজীপুর সদর থানার বসুরা এলাকার মো. আল আমিনের ছেলে এবং মো. সোহেল (৪০), সে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার রাজাপুর এলাকার মৃত আব্দুল বারেক মুন্সীর ছেলে।

র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে উদ্ধার করা গাঁজা বিক্রির উদ্দেশ্যে বহন করা হচ্ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য।

র‍্যাবের দাবি, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে কুমিল্লা সীমান্তবর্তী এলাকা থেকে নিষিদ্ধ মাদকদ্রব্য সংগ্রহ করে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে নারায়ণগঞ্জ, ঢাকা ও আশপাশের বিভিন্ন জেলায় সরবরাহ ও বিক্রি করে আসছিল। মাদক কারবারের মাধ্যমে তারা অবৈধভাবে আর্থিকভাবে লাভবান হচ্ছিল বলেও জানানো হয়।

র‍্যাব আরও জানায়, এই চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্তে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

গ্রেপ্তারকৃত তিনজনের বিরুদ্ধে সোনারগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছে র‍্যাব-১১।