ফাইল ছবি
নারায়ণগঞ্জের বন্দরের মায়াপুর এলাকায় প্রচারণায় যাবার পথে বৃদ্ধা মায়ামতির জানাজায় অংশ নিয়েছেন নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী এডভোকেট আবুল কালাম।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বন্দর ইউনিয়নের মায়াপুর এলাকায় এ ঘটনা ঘটে।
উপস্থিত নেতাকর্মীরা জানান, সকালে প্রচারণায় বের হয়েছিলেন কালাম ও তার নেতাকর্মীরা। এসময় এক পর্যায়ে স্থানীয় বৃদ্ধা মায়ামতির জানাজা দেখে প্রচারণা থামিয়ে নেতাকর্মীদের নিয়ে জানাজায় অংশগ্রহণ করেন আবুল কালাম।
এসময় মরহুমার জন্য সকলের কাছে দোয়া চান কালাম। মরহুমার পরিবারের পাশে থাকার জন্য সকলকে আহ্বান জানান তিনি।

