রোববার, ২৫ জানুয়ারি ২০২৬

|

মাঘ ১১ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

খালেদা জিয়ার পর কাঁচপুরের জনসভায় আসছেন তারেক রহমান

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:০৬, ২৫ জানুয়ারি ২০২৬

খালেদা জিয়ার পর কাঁচপুরের জনসভায় আসছেন তারেক রহমান

ফাইল ছবি

নারায়ণগঞ্জের কাঁচপুরে আজ বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। 

সর্বশেষ ২০১৪ সালে বিএনপির তৎকালীন চেয়ারপার্সন খালেদা জিয়া এখানে জনসভা করেছিলেন। ঐতিহ্যগত ভাবে প্রতি বছর শ্রমিক দিবসে ও নির্বাচনের সময় এখানে জনসভা করতেন খালেদা জিয়া। তারপরে এবার তারেক রহমানের জন্য আজ সাজানো হয়েছে কাঁচপুর বালুর মাঠ।

রোববার (২৫ জানুয়ারি) রাতে এই জনসভা হওয়ার কথা রয়েছে। 

জনসভাকে কেন্দ্র করে ইতোমধ্যে মঞ্চ নির্মাণসহ সার্বিক প্রস্তুতির কাজ সম্পন্ন হয়েছে। মাঠজুড়ে চলছে শেষ মুহূর্তের সাজসজ্জা। ব্যানার, ফেস্টুন ও পোস্টারে ছেয়ে গেছে আশপাশের সড়ক ও গুরুত্বপূর্ণ মোড়গুলো। 

ইতিমধ্যে নারায়ণগঞ্জসহ আশপাশের জেলা ও উপজেলা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দলে দলে সমাবেশস্থলে এসে জড়ো হতে শুরু করছেন।

আয়োজকরা জানিয়েছেন, নির্বাচন নিয়ে তারেক রহমান এই জনসভা থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন। পাশাপাশি কেন্দ্রীয় নেতারাও সমাবেশে বক্তব্য রাখবেন বলে জানা গেছে।

সমাবেশ ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। মাঠ ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

বিএনপি নেতাদের দাবি, এই জনসভা শুধু কাঁচপুর নয়, সারাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ বার্তা দেবে। দীর্ঘদিন পর কাঁচপুরে বড় সমাবেশ হওয়ায় এটি দলের জন্য একটি শক্তি প্রদর্শনের মঞ্চ হিসেবেও দেখা হচ্ছে।