সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬

|

মাঘ ১১ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

অঞ্জন দাসের গণসংযোগ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২২:৪২, ২৫ জানুয়ারি ২০২৬

অঞ্জন দাসের গণসংযোগ

গণসংযোগ ও লিফলেট বিতরণ

গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ-০৩ আসনের মাথাল প্রতীকের প্রার্থী, গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার নির্বাহী সমন্বয়কারী ও গার্মেন্ট শ্রমিক সংহতির কেন্দ্রীয় সহ-সভাপ্রধান জননেতা অঞ্জন দাস আজ রবিবার আদমজী নতুন বাজার থেকে গণসংযোগ শুরু করে বার্মা স্ট্যান্ডে গিয়ে কর্মসূচি শেষ করেন।

গণসংযোগকালে তিনি সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন, তাদের সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন এবং আসন্ন নির্বাচনে মাথাল প্রতীকে ভোট চেয়ে সমর্থন কামনা করেন। পথচারী, ব্যবসায়ী, শ্রমজীবী মানুষ ও তরুণদের স্বতঃস্ফূর্ত সাড়া লক্ষ্য করা যায়।

এসময় অঞ্জন দাস বলেন, “এই এলাকার মানুষ বছরের পর বছর অবহেলা, বৈষম্য আর দুঃশাসনের শিকার। কর্মসংস্থান নেই, শ্রমিকের ন্যায্য অধিকার নেই, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে। রাজনীতি যদি মানুষের পাশে না দাঁড়ায়, তাহলে সেই রাজনীতির কোনো মূল্য নেই। আমি ক্ষমতার রাজনীতি করতে আসিনি, আমি এসেছি মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াই করতে।”

তিনি আরও বলেন, “নারায়ণগঞ্জ-০৩ আসনকে দখলদারিত্ব, সন্ত্রাস ও লুটপাটের রাজনীতি থেকে মুক্ত করতে হলে বিকল্প শক্তিকে সামনে আনতে হবে। মাথাল প্রতীক সেই বিকল্পের প্রতীক ন্যায়, সততা ও সংগ্রামের প্রতীক।”

গণসংযোগ শেষে তিনি এলাকাবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, “ভয় নয়, লোভ নয় নিজেদের ভবিষ্যতের কথা ভেবে মাথাল প্রতীকে ভোট দিন। আপনার ভোটই পারে এই এলাকার পরিবর্তনের সূচনা করতে।”