রোববার, ২৫ জানুয়ারি ২০২৬

|

মাঘ ১১ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে প্রস্তুত তারেক রহমানের মঞ্চ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৪:০৮, ২৫ জানুয়ারি ২০২৬

নারায়ণগঞ্জে প্রস্তুত তারেক রহমানের মঞ্চ

কাঁচপুর বালুরমাঠ

নারায়ণগঞ্জের কাঁচপুরে আজ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জনসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। 

রোববার (২৫ জানুয়ারি) সোনারগাঁ উপজেলার কাঁচপুর বালুরমাঠে আয়োজন করা এই সমাবেশকে ঘিরে ইতোমধ্যে শেষ হয়েছে মঞ্চ তৈরির কাজ। মাঠজুড়ে সাজসাজ রব, ব্যানার–ফেস্টুনে ছেয়ে গেছে পুরো এলাকা। সকাল থেকেই নেতাকর্মীরা দলে দলে এসে জড়ো হতে শুরু করেছেন।

দলীয় সূত্র জানায়, রোববার (২৫ জানুয়ারি) রাত ১১টার দিকে জনসভা শুরু হওয়ার কথা থাকলেও সমাবেশ গড়াতে পারে আরও গভীর রাতে। 

অন্যদিকে জেলা ও উপজেলা থেকে নেতাকর্মীদের আসতে সময় লাগতে পারে। সে অনুযায়ী মাঠে আলোর ব্যবস্থা, শব্দযন্ত্র এবং নিরাপত্তা প্রস্তুত রাখা হয়েছে।

বিএনপির স্থানীয় নেতারা বলছেন, এবারের জনসভায় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের উপস্থিতিও হবে চোখে পড়ার মতো। বিশেষ করে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ ও আশপাশের এলাকায় একটি উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। অনেকেই এটিকে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা বহনকারী সমাবেশ হিসেবে দেখছেন।

সন্ধ্যার পর থেকেই জনসভাস্থলে মানুষের ঢল নামতে পারে বলে ধারণা করা হচ্ছে। মাঠের আশপাশে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ, স্বেচ্ছাসেবক নিয়োগ এবং শৃঙ্খলা বজায় রাখতে আলাদা টিম কাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় প্রস্তুতিও নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সব মিলিয়ে কাঁচপুরের বালুরমাঠ আজ পরিণত হতে যাচ্ছে একটি বড় রাজনৈতিক মিলনমেলায়। তারেক রহমানের উপস্থিতিতে এই জনসভা বিএনপির রাজনীতিতে স্থানীয়ভাবে নতুন মাত্রা যোগ করবে বলে আশা করছেন দলটির নেতাকর্মীরা।