সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬

|

মাঘ ১১ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সবদিকে হাতপাখার গণজোয়ার দেখতে পাচ্ছি: মাসুম বিল্লাহ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২২:৪৭, ২৫ জানুয়ারি ২০২৬

সবদিকে হাতপাখার গণজোয়ার দেখতে পাচ্ছি: মাসুম বিল্লাহ

মুফতি মাসুম বিল্লাহ

ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ বলেন, প্রতিটি এলাকায় হাতপাখার প্রচারণা করতে গিয়ে মনটা ভরে যাচ্ছে। সকলে হাতপাখায় ভোট দিবে বলে আশ্বাস দিচ্ছে। সবদিকে হাতপাখার গণজোয়ার দেখতে পাচ্ছি।

আজ বন্দর মুছাপুর ইউয়িন, লাঙ্গলবন্দ, মিনারবাড়ী তে ব্যাপক গণসংযোগকালে তিনি এ কথা বলেন। এসময় আরো উপস্থিত ছিলেন, নগর সহ-সভাপতি মাও. হাসান ইমাম মুন্সী, বন্দর থানা নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক আবুল হাশেম, সমন্বয়ক মাসুদ রানা, আ. হক, মুসা প্রমুখ।

মুফতি মাসুম বিল্লাহ আরও বলেন, শান্তির প্রতীক হাতপাখা মার্কায় ভোট দিয়ে ইসলাম, দেশ ও মানবতার সেবা করার সুযোগ দিন। দুর্নীতি, চাঁদাবাজী, সন্ত্রাসদের কবর রচনা করতে আমরা বদ্ধপরিকর।