ফাইল ছবি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে হানিফা ওরফে নয়ন (২৬) নামের এক স্পিনিং মিলের শ্রমিক নিহত হয়েছে।
রোববার (২৫ জানুয়ারি) রাতে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার উচিৎপুরা ইউনিয়নের ভৈরবদী গ্রামে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। হানিফা ওই গ্রামের মৃত মোশাররফের ছেলে এবং উজান গোপিন্দীতে অবস্থিত একটি স্পিনিং মিলের শ্রমিক।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সন্ধ্যায় পার্শবর্তী পশ্চিম আতাদী গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে এমরান (৪৬) ভৈরবদী গ্রামের ঝালমুড়ি বিক্রি করতে যায়। এই সময় নিহত হানিফাসহ কয়েকজন এমরানের সাথে ঝাল মুড়ি বেচাকেনা নিয়ে দুস্টমী করতে থাকে। এতে এমরান ক্ষিপ্ত হয়ে হানিফাকে তার পেয়াজ কাটার ছুরি দিয়ে আঘাত করে। এই সময় হানিফা গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে ডাক্তার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। চিকিৎসাধীন অবস্থায় হানিফা রোববার রাত ৯টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। ঘটনার পর থেকে ঘাতক এমরান পালিয়ে যায়।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আলাউদ্দিন ঘটনা নিশ্চিত করে বলেন, ঘাতককে গ্রেপ্তারের চেষ্টা চলছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

