সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬

|

মাঘ ১১ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আড়াইহাজারে জমিতে সেচ দেয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, টেটাবিদ্ধসহ আহত ১০

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২২:৩৭, ২৫ জানুয়ারি ২০২৬

আড়াইহাজারে জমিতে সেচ দেয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, টেটাবিদ্ধসহ আহত ১০

ফাইল ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে টেটাবিদ্ধসহ ১০ জন আহত হয়েছে। রোববার সকাল ১১ টায় উপজেলার কালাপাড়িয়া ইউনিয়নের ইজারকান্দী গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। 

পুলিশ ও এলাকাবাসী জানায়, কালাপাহাড়িয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সোহেল ও সরকারী সফর আলী কলেজের সাবেক জি এস আবু হানিফ রিমন এর অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সোহেলের মামা ডা. এবাদুল্লাহ সাবেক ইউপি সদস্য তোফাজ্জল হোসেনের মটর থেকে জমিতে পানি দিতে গেলে আবু হানিফ রিমন বাঁধা দেয়। এ সময় দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে একে অপরের উপর ঝাপিয়ে পড়ে। ঘটনাস্থলে ২ জন টেটাবিদ্ধ সহ ১০ জন আহত হন। টেটাবিদ্ধরা হলেন, সোহেল ও লিসান। অন্যান্য আহতরা হলেন, সফর আলী, মামুন, আরিফ, সাইদুল। তাদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘন্টাব্যাপী সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। আতঙ্কে মানুষ দিগ্বিদিক ছোটাছুটি করতে শুরু করে।

আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ ( ওসি) মো. আলাউদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।