বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬

|

মাঘ ১৩ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

মুড়াপাড়ায় বিএনপির উঠান বৈঠক 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:৫৩, ২৭ জানুয়ারি ২০২৬

মুড়াপাড়ায় বিএনপির উঠান বৈঠক 

ফাইল ছবি

নারায়ণগঞ্জের রুপগঞ্জে বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুকে ধানের শীষ মার্কায় বিজয়ী করতে মুড়াপাড়া ইউনিয়ন বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২৭ জানুয়ারি) এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। 

এসময় মুড়াপাড়া ইউনিয়ন বিএনপির নেতা আব্দুর রহিম খোকার নেতৃত্বে ও মুড়াপাড়া কলেজেী সাবেক ভিপি মোঃ তারিকুল ইসলামের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন আমিনুল ইসলাম প্রিন্স, ভারপ্রাপ্ত আহ্বায়ক যুবদল, রূপগঞ্জ থানা,মুকুল মিয়া- সাংগঠনিক সম্পাদক, বিএনপি রূপগঞ্জ থানা, মঞ্জুর হোসেন, সাধারন সম্পাদক, বিএন পি মুড়াপাড়া, এড. আবুল কালাম জাকির,পিপি নারায়ণগঞ্জ কোর্ট,সোহেল রানা- যুগ্ম আহ্বায়ক স্বেচ্ছাসেবক দল রূপগঞ্জ থানা, মোঃ তরিকুল ইসলাম (মাসুম মেম্বার) সিঃযুগ্ম সম্পাদক বি এন পি, মুড়াপাড়া ইউনিয়ন, একে বাবুও এনামুল হক  আহ্বায়ক সদস্য স্বেচ্ছাসেবকদল  রূপগঞ্জ থানা, মেহেদী হাসান রিপন সাবেক সহ সাধারন সম্পাদক ছাত্রদল, নারায়নগঞ্জ জেলা,সজিব ও হিমেল সাবেক যুগ্ম  আহ্বায়ক,ছাত্রদল,মুড়াপাড়া কলেজ,মুড়াপাড়া, আলম হোসেন, স্বেচ্ছাসেবক দল মুড়াপাড়া, মো: আলী মিয়া,সি: সহ- সভাপতি,মজিবুর রহমান সাধারন সম্পাদক,বিএনপি,৮নং ওয়ার্ড,আল-আমিন সাধারন সম্পাদক,যুবদল ৮নং ওয়ার্ড মুড়াপাড়া,আব্দুর রহিম খোকা, লিটন, সাদু, ফায়েজ, ও মোশারফ হোসেন বিএনপি নেতা মুড়াপাড়া ইউনিয়ন,মোক্তার যুবদল নেতা,মানিক মিয়া, ইউ পি সদস্য  প্রমুখ।