সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬

|

মাঘ ১২ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বন্দরে গাঁজাসহ মাদক বিক্রেতা মোস্তফা গ্রেপ্তার 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:৫৪, ২৬ জানুয়ারি ২০২৬

বন্দরে গাঁজাসহ মাদক বিক্রেতা মোস্তফা গ্রেপ্তার 

ফাইল ছবি

বন্দরে গাঁজা বিক্রি করার সময় ৮০০ গ্রাম গাঁজাসহ মোস্তফা (৫৫) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে ধামগড় ফাঁড়ি পুলিশ। ধৃত গাঁজা ব্যবসায়ী মোস্তফা মিয়া বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের সেনের বাড়ী এলাকার মৃত ইদ্রিস আলী মিয়ার ছেলে। এ ব্যাপারে ধামগড় ফাঁড়ি উপ পরিদর্শক (নিঃ) মাহমুদ আলম বাদী হয়ে ধৃত মাদক ব্যবসায়ী বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ২৮(১)২৬। ধৃতকে সোমবার (২৬ জানুয়ারী) দুপুরে উল্লেখিত মাদক মামলায় আদালতে প্রেরণ করা হয়। এর আগে গত রোববার (২৫ জানুয়ারী) রাত সোয়া ১১টায় বন্দর উপজেলার সেনের বাড়ীস্থ ধৃত মাদক ব্যবসায়ী বসত বাড়িতে বিশেষ অভিযান চালিয়ে উল্লেখিত গাঁজাসহ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পুলিশ জানিয়েছে, ধৃত মাদক ব্যবসায়ী মোস্তফা মিয়া দীর্ঘ দিন ধরে তার নিজ বাড়িতে অবাধে মাদক ব্যবসা চালিয়ে আসছিল।