প্রধান সড়কে নির্বাচনী ক্যাম্প স্থাপন
নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন পঞ্চবটী মোড়ে প্রধান সড়কে নির্বাচনী ক্যাম্প স্থাপন করে জনদুর্ভোগ সৃষ্টির দায়ে দুই প্রার্থীর প্রতিনিধিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহরিয়ার পারভেজ এই অভিযান পরিচালনা করেন।
আদালত সূত্র জানায়, এনসিপি মনোনীত প্রার্থী (শাপলা কলি প্রতীক) এবং একজন স্বতন্ত্র প্রার্থী (হরিণ প্রতীক) সড়কের ওপর ক্যাম্প স্থাপন করে নির্বাচনী কার্যক্রম চালাচ্ছিলেন। এটি “সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫” এর ১৩(ঘ) ধারার সুস্পষ্ট লঙ্ঘন।
পরবর্তীতে উক্ত বিধিমালার ২৭ ধারা অনুযায়ী উভয় প্রার্থীর প্রতিনিধির বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়। শাস্তি হিসেবে প্রত্যেককে ২ হাজাত টাকা করে মোট ৪ হাজার টাকা জরিমানা আরোপ ও তাৎক্ষণিক আদায় করা হয়।
অভিযান চলাকালীন উভয় প্রার্থীর প্রতিনিধিরা তাদের ভুল স্বীকার করেন এবং দ্রুততম সময়ের মধ্যে ক্যাম্প অপসারণের অঙ্গীকার ব্যক্ত করে কাজ শুরু করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহরিয়ার পারভেজ ভবিষ্যতে নির্বাচনী আচরণবিধি যথাযথভাবে মেনে চলার জন্য সংশ্লিষ্ট সকলকে কঠোর নির্দেশনা প্রদান করেন।

