প্রতীকী ছবি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে কভার ভ্যানের চাপায় শরীফ হোসেন (৪৫) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার মুশুরি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রুপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন।
নিহত শরীফ হোসেন মুশুরি বৈরাগবাড়ী এলাকার তোতা মিয়ার ছেলে।
ওসি সাবজেল হোসেন জানান, দুপুর ২টার দিকে মুশুরি এলাকা থেকে রূপগঞ্জ থানা এলাকায় আসার পথে বিপরীত দিক থেকে আসা একটি কভারভ্যান ব্যাটারিচালিত অটোরিকশাটিকে চাপা দেয়। এ সময়ে ঘটনাস্থলেই অটোরিকশা চালক শরীর হোসেন নিহত হন। এ সময় অটোরিকশা আরোহী আরও দুজন আহত হয়েছেন। ঘাতক কভার ভ্যান জব্দ করা হলেও চালক হেলপার পালিয়ে যায় ।

