মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫

|

পৌষ ১ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির প্রার্থী মাসুদুজ্জামান 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৪:৪০, ১৬ ডিসেম্বর ২০২৫

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির প্রার্থী মাসুদুজ্জামান 

জরুরি সংবাদ সম্মেলন

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। পরিবেশ না থাকায় পরিবারের চাপে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বলে জানান মাসুদুজ্জামান। 

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) নারায়ণগঞ্জ প্রেসক্লাবে এক জরুরি সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন মাসুদুজ্জামান। 

এসময় তিনি বলেন, এই পাঁচ ছয় মাসের আমার অভিজ্ঞতা। আমি এই এলাকার পাড়া মহল্লায়, বিভিন্ন ওয়াজ মাহফিলে আমি গিয়েছি। আপনাদের হয়ত মন ভেঙে যাবে। আমি নির্বাচনটা করবো না। আমি মনোনয়ন কিনবো না।

তিনি আরও বলেন, আমি ক্ষমা প্রার্থী। আমি জানি কী রকমের কষ্ট আপনারা পাচ্ছেন। আপনাদের স্বপ্নের, আশার জায়গা ছিল। সে আশা ব্যাহত হচ্ছে। এটা আমার জন্য সিদ্ধান্ত নেয়া খুব সহজ ছিল না। ব্যাক্তিগত কারণ ও কিছু পারিপার্শ্বিক অবস্থার কারণে আমাকে এই কঠিন সিদ্ধান্ত নিতে হল। আপনারা আমাকে ক্ষমা করে দিয়েন। আমি সমাজ কর্মী হিসেবে আজীবন আপনাদের পাশে থাকবো।