ফাইল ছবি
ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি ও নারায়ণগঞ্জ-৫ আসনের হাতপাখার প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ বলেন, লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার লক্ষ্য আজও পূরণ হয়নি। সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য স্বাধীনতার ৫৪ বছর পরেও লড়াই করতে হয়, গুলিবিদ্ধ হয় মানবতা। সত্যের পক্ষে বলিষ্ঠ কণ্ঠস্বরকে গুলি করে স্তব্ধ করে দেয়া হচ্ছে। এমন স্বাধীনতা তো আমাদের প্রত্যাশা ছিল না। যেখানে দেশের পক্ষে, অন্যায় ও জুলুমের বিপক্ষে কথা বলার কারণে ওসমান হাদিদেরকে গুলি করে হত্যা করার ষড়যন্ত্র করা হয়।
আজ ১৬ ডিসেম্বর মঙ্গলবার দুপুর ১২ টায় ইসলামী যুব আন্দোলন নারায়ণগঞ্জ মহানগর এর উদ্যোগে বিজয় দিবস উপলক্ষ্যে বিজয় র্যালিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। যুব আন্দোলন নগর সভাপতি হাফেজ রবিউল ইসলামের সভাপতিত্বে র্যালিতে আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৪ আসনের হাতপাখার প্রার্থী মুফতি ইসমাঈল সিরাজী, নগর অ্যাসিস্টেন্ট সেক্রেটারি আলহাজ্ব হাসান আলী প্রমুখ নেতৃবৃন্দ।
ইসমাইল সিরাজী বলেন, আমরা এই বিজয়ের দিনে অন্তরবর্তীকালীন সরকারকে বলতে চাই আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়ার কার্যকরী পদক্ষেপ গ্রহণঅ করুন। কোন দলকেন্দ্রীক মানসিকতার বহিঃপ্রকাশ আমরা দেখতে চাই না।

