মহান বিজয় দিবস উদযাপিত
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।
মঙ্গলবার সকালে সোনারগাঁ উপজেলা প্রশাসন আয়োজিত ইউএনও আসিফ আল জিনাত সভাপতিত্বে সোনারগাঁ ষ্টেডিয়ামে কুচকাওয়াজ ও স্কুল কলেজের শিক্ষার্থীদের ডিসপ্লে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় সোনারগাঁয়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহনে ডিসপ্লে প্রদর্শন ও সালাম গ্রহন করেন। এসময় সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার( ভূমি) সোনারগাঁ সার্কেল মো. তৌফিকুর রহমান, কাঁচপুর সার্কেল ফাইরুজ তাসমিন, সোনারগাঁ থানার ওসি মো. মহিবুল্লাহসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, কর্মচারী ও মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। পরে স্থানীয় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয়।
এর আগে শহীদ মজনু শাহ পার্কে বিজয় স্তম্ভে, উপজেলা চত্বরে ফুলের শ্রদ্ধা জানান সোনারগাঁ উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড, প্রেস ক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন।
এছাড়াও উপজেলা বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে বিজয় র্যালি বের হয়।

