বিজয় র্যালী
৫৪ তম মহান বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামী এক বিশাল বিজয় র্যালীর আয়োজন করে। এতে জামায়াতে ইসলামী ও এর অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
১৬ ডিসেম্বর মঙ্গলবার সকালে র্যালীটি শহরের মিশনপাড়া মোড় থেকে শুরু হয়। এরপর মেট্টো মোড় হয়ে চাষাঢ়া এবং ডিআইটি সড়ক ঘুরে পুনরায় চাষাঢ়ায় এসে সংক্ষিপ্ত সমাবেশ ও মোনাজাতের মাধ্যমে শেষ হয়।
বিজয় র্যালীতে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর আমীর মুহাম্মদ আবদুল জব্বার। তিনি বলেন, "স্বাধীনতার ৫৪ বছরেও দেশের জনগণ প্রকৃত স্বাধীনতার স্বাদ পায়নি। জনগণের বাক-স্বাধীনতা ও ভোটাধিকার প্রতিষ্ঠা না হলে এই স্বাধীনতা অর্থবহ হয় না। মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়াই হোক আজকের দিনের অঙ্গীকার।"
র্যালী শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন নারায়ণগঞ্জ-৫ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা মইনুদ্দিন আহমাদ।
নারায়ণগঞ্জ মহানগরী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন এর পরিচালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরীর সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন, কর্ম পরিষদ সদস্য মুহাম্মদ জাকির হোসাইন, মুখলেসুর রহমান, সাইফুদ্দিন মনির, হাফেজ আব্দুল মোমিন প্রমূখ।

