এটিএম কামাল
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এটিএম কামাল বলেছেন, মাসুদুজ্জামান সাহেব বলেছেন ২৪ ঘন্টার মধ্যে পরিস্থিতি সামলে নিয়ে আমাদেরকে তার সিদ্ধান্ত জানাবেন। আমরা আশাবাদী তিনি এমন নিবেন, যে সিদ্ধান্তে আমাদের আশা বাস্তবায়ন হবে। তিনি মানসিক ভাবে বিপর্যয়গ্রস্ত আছেন।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেয়ার পর মাসুদুজ্জামানের সাথে আলোচনা শেষে নেতাকর্মীদের একথা বলেন তিনি।
তিনি বলেন, আমরা মাসুদুজ্জামান মাসুদের সাথে দীর্ঘক্ষণ আলোচনা করেছি। আমরা তাকে বুঝিয়েছি যে আপনি একা নন। এখানে হাজারও নেতাকর্মীর আশা আকাঙ্খা জড়িত। নেতাকর্মীরা আপনাকে ঘিরে নতুন স্বপ্ন দেখেছিল। আমরা তো এটা ভেঙে দিতে পারি না।
আমরা বলেছি আপনি এ ব্যাপারে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে খোলাখুলি কথা বলেন। তিনি সমাধান করতে পারবেন। আপনি নির্বাচন করতে না চাইলেও দল আপনাকে সরে যেতে দিবে না।
তিনি বলেন, আমাদের সকলের কথা চিন্তা করে তার সিদ্ধান্ত সে পরিবর্তন করবে। কেন্দ্র তাকে সরে যেতে দিবে না, এটা আমরা বিশ্বাস করি। আপনারা ধৈর্য ধরুন। প্রয়োজনে আমরা আমরণ অনশন করবো।

