রোববার, ১০ আগস্ট ২০২৫

|

শ্রাবণ ২৫ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

জাতীয় সংসদের হুইপ হচ্ছেন নজরুল ইসলাম বাবু

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:৩৫, ২২ জানুয়ারি ২০২৪

জাতীয় সংসদের হুইপ হচ্ছেন নজরুল ইসলাম বাবু

ফাইল ছবি

দ্বাদশ জাতীয় সংসদের হুইপ হচ্ছেন নারায়ণগঞ্জ ২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু।

সোমবার (২২ জানুয়ারি) জাতীয় সংসদ সচিবালয় সূত্রে এ কথ্য জানা গেছে ৷ 

এর আগে গত ১০ জানুয়ারি সংসদ সদস্যদের শপথের পর আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় চিফ হুইপ পদে নূর-ই আলম চৌধুরীকে (লিটন) মনোনীত করা হয়। তিনি একাদশ সংসদেও চিফ হুইপ ছিলেন।

সূত্র জানায়, চিফ হুইপসহ হুইপ নিয়োগের ফাইল প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছে। সেখান থেকে সম্মতি পেলে রাষ্ট্রপতি চিফ হুইপসহ হুইপদের নিয়োগ দেবেন। পরে প্রজ্ঞাপন জারি করা হবে।