
স্বাগত র্যালী
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর নিয়ন্ত্রিত বন্দর থানা পশ্চিম এর সভাপতি এম. মাহদী হাসান এর সভাপতিত্বে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর ৩৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে স্বাগত র্যালী অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মুহাম্মদ ইবরাহীম নাসরুল্লাহ।
প্রধান অতিথি বলেন, ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র গঠন ও বৈষম্য মুক্ত নতুন বাংলাদেশ বিনির্মানে ইসলামী শক্তির বিকল্প নেই। কারণ ইসলামী শক্তিই পারে দেশকে কল্যাণের দিশা দেখাতে। এর বিপরীতে অন্য কোন মত ও পথের দ্বারা বৈষম্য মুক্ত একটি কল্যাণ রাষ্ট্র বিনির্মাণ কখনোই সম্ভব নয়। তাই রাষ্ট্রের প্রধান থেকে শুরু করে প্রতিটি সেক্টরের ছাত্র আন্দোলনের দায়িত্বশীলদেরকে ইসলামী আদর্শে উজ্জীবীত হতে হবে এবং রাসূল সা. এর প্রবর্তিত মদিনার সনদ কে মডেল বানিয়ে নতুন বাংলাদেশের শাসন ব্যবস্থাকে সর্বোচ্চ মর্যাদায় সাজাতে হবে।
তিনি আরো বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে দীর্ঘ ১৬ বছরের আওয়ামী ফ্যাসিবাদী দুঃশাসনের উৎখাত হয়েছে ঠিক। কিন্তু একশ্রেণির কুচক্রী মহল নতুন করে ফ্যাসিবাদী শক্তিরুপে আত্মপ্রকাশ করেছে। দেশের মানুষ যখন বৈষম্য দূর করে ইনসাফ ও সুবিচার প্রতিষ্ঠার আওয়াজ তুলছে, তখন তারা নিজেদের স্বার্থসিদ্ধি করার অপচেষ্টা চালাচ্ছে। ছাত্র জনতার অভ্যুত্থানের উদ্দেশ্যকে খর্ব করার হীন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা নতুন করে আওয়ামী ফ্যাসিবাদীদের সুরে কথা বলছে। তাদের এই ষড়যন্ত্রকে রুখে দিতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশকে সর্বদা সজাগ দৃষ্টি রাখতে হবে এবং গণমানুষের অধিকার আদায়ে ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনার জন্য অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর এর সভাপতি এইচ এম শাহীন আদনান বলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর প্রতিটি দায়িত্বশীলকে হতে হবে সৎ সাহসী। দেশের কল্যাণে তাদের প্রত্যেককে দায়িত্ববান হয়ে উঠতে হবে। তবেই আমাদের দ্বারা এদেশে ইসলামী বিপ্লবের পথ সুগম হবে।
আরো বক্তব্য রাখেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর এর প্রশিক্ষণ সম্পাদক জাহিদুল ইসলাম মোল্লা,দাওয়াহ সম্পাদক মাহবুবর রহমান, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক মুহা খালেদ সাইফুল্লাহ সানভীর সহ বন্দর থানা সহ-সভাপতি মুহা ইউসুফ আহমদ।
এসময় উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানার সভাপতি মুহা আমির হামজা,বন্দর থানার সাধারণ সম্পাদক মুহা জিহাদুল ইসলাম সহ থানা ও ওয়ার্ড নেতৃত্ব বৃন্দ।