রোববার, ১০ আগস্ট ২০২৫

|

শ্রাবণ ২৫ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

কয়েকজন ব্যবসায়ীর নামেও মামলা হয়েছে, নির্দোষ হলে দেখবেন : শাহজাহান 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০০:১৫, ১০ আগস্ট ২০২৫

কয়েকজন ব্যবসায়ীর নামেও মামলা হয়েছে, নির্দোষ হলে দেখবেন : শাহজাহান 

নারায়ণগঞ্জ জেলা দোকান মালিক সমিতির পুনর্মিলনী ও মরণোত্তর সম্মাননা প্রদান অনুষ্ঠান

নারায়ণগঞ্জ জেলা দোকান মালিক সমিতির সভাপতি মোহাম্মদ শাহজাহান মিয়া বলেছেন, আমাদের এ সংগঠনের বয়স আঠারে বছর৷ এই সময়ে আমাদের কার্যকরী কমিটির সাতজন সদস্য আমাদের ছেড়ে চলে গেছেন৷ হয়ত আমিও চলে যাবো। এ প্রক্রিয়াটা আপনারা চলমান রাখবেন।

শনিবার (৯ আগষ্ট) নারায়ণগঞ্জ জেলা দোকান মালিক সমিতির পুনর্মিলনী ও মরণোত্তর সম্মাননা প্রদান অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন তিনি। 

তিনি বলেন, আপনারা আজ যেভাবে আমাদের কাছে দাবী দাওয়া পেশ করেছেন। আমি ব্যাবসায়ীদের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাই। তারা আশ্বস্ত করেছে এ ব্যাপারে।

তিনি আরো বলেন, জুলাই আন্দোলনে আমাদের কয়েকজন ব্যাবসায়ীর নামেও মামলা হয়েছে। আমি অনুরোধ করবো কোন নির্দোষ ব্যাক্তির নামে যদি মামলা হয়ে থাকে এ বিষয়টা আপনারা দেখবেন।