শুক্রবার, ০৮ আগস্ট ২০২৫

|

শ্রাবণ ২৩ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

মনোনয়নের টাকা সাখাওয়াত আত্মসাৎ করেছে : ডালিম 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:২১, ৭ আগস্ট ২০২৫

মনোনয়নের টাকা সাখাওয়াত আত্মসাৎ করেছে : ডালিম 

সংবাদ সম্মেলনে শেখ মোহাম্মদ গোলাম হোসেন ডালিম

এডভোকেট শেখ মোহাম্মদ গোলাম হোসেন ডালিম বলেছেন, আজকে বারের এজিএম ছিল। গত নির্বাচনে বিনা ভোটে বারের নির্বাচন  ইতিহাস হয়েছে। এর আগে বারে নির্বাচনে অনিয়ম হয়েছে। তবে বিনা ভোটে নির্বাচন এই প্রথম। এর আগে  মনোনয়ন বানিজ্যও করা হয়েছে। আমরা প্রতিবাদ করায় বারের উপরের ভবনে আমাদের মারধর করে লাঞ্ছিত করা হয়েছে। 

বৃহস্পতিবার (৭ আগষ্ট) এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।

তিনি বলেন, মনোনয়নের টাকা মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান আত্মসাৎ করেছেন। মনোনয়ন বানিজ্য ও সিলেকশন বানিজ্য করলেন। আমাদের লাঞ্ছিত করা হয়েছে এবং এডভোকেট মোমেন ভাইকে মারধর করেছেন। সাখাওয়াত ভাইকে বলতে চাই এর জন্য ক্ষমা চাইতে হবে।

বিনা ভোটে নির্বাচন বার সাপোর্ট করে না। তারা নির্বাচন পেছাতে চেয়েছে। আমাদের প্রতিবাদে সেটা করতে পারেনি। এর আগে ইসি কমিটির যে পাঁচজন ছিল। তারা সকলেই আউয়াল মার্কা নির্বাচন কমিশনার। তারা বায়াজড না হলে বিনা ভোটে নির্বাচন হত না।

তিনি আরও বলেন, আজিজুল রহমান মোল্লা নির্বাচন কমিশনার হলে নির্বাচন সুষ্ঠু হবে না। বারে যতবার মাহবুবুর রহমান মাসুম যতবার নির্বাচন কমিশনার ছিল ভোট সুষ্ঠু হয়েছে। আমরা তার নাম প্রস্তাব করেছিলাম। তারা মানেনি। সাখাওয়াত স্বৈরাচারী কায়দায় বারকে ধ্বংসের খেলায় মেতেছেন।