
দুই অটোরিক্সা চালক আহত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অটো রিক্সার ধাক্কা লাগায় অজ্ঞাত দুষ্কৃতিকারীদের ছুরিকাঘাতে দুই অটোরিক্সা চালক আহত হওয়ার ঘটনা ঘটেছে।
শনিবার (৯ আগস্ট) রাত ৮ টায় সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেড এর রিমি গার্মেন্টস সংলগ্ন পকেট গেইট এলাকায় শিমরাইল চাষাড়া সড়কে এ ঘটনাটি ঘটে। আহতরা হলেন, শরিফ (২২) ও আকাশ (২৭)। আহত মোঃ শরিফ সিদ্ধিরগঞ্জে মিজমিজি ক্যানেল পাড় আলাউদ্দিনের ছেলে ও আকাশ একই থানার সাহেব আলীর ছেলে। তারা উভয় পেশায় অটো চালক।
জানা যায়, অজ্ঞাত দুষ্কৃতিকারী রাস্তা পারাপারের সময় পায়ে অটোর সামান্য ধাক্কা লাগে। উক্ত বিষয়কে কেন্দ্র করে প্রথমে কথা কাটাকাটি থেকে হাতাহাতির একপর্যায়ে অজ্ঞাত ব্যাক্তিরা অটোচালক দ্বয়কে পেটের মাঝে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে আহত ভিকটিম দ্বয়কে স্থানীয় পথচারীরা উদ্ধার করে প্রথমে সিদ্ধিরগঞ্জপুলস্থ মেডিস্ক্যান হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোঃ শাহিনূর আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ কাউকে পায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।