
কলোনির চেয়ারম্যান গুরুতর অসুস্থ লিয়াকত হোসেন
নারায়ণগন্জ সিটি কর্পোরেশন ৬নং ওয়ার্ডের আদমজী বিহারি কলোনির চেয়ারম্যান গুরুতর অসুস্থ লিয়াকত হোসেনের পাশে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর আবদুল জব্বার।
৮ আগষ্ট শুক্রবার অসুস্থ চেয়ারম্যানকে দেখতে ও উনার শারীরিক খোঁজ খবর নিতে যান নারায়ণগঞ্জ ৪ আসনের এমপি প্রার্থী বাংলাদেশ জামায়াত ইসলামী নারায়ণগন্জ মহানগরীর আমীর, ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক ইসলামি ছাত্রশিবির কেন্দ্রীয় সভাপতি মাওলানা আবদুল জব্বার।
এসময় মাওলানা আবদুল জব্বার বলেন বিহারিদের বর্তমান চেয়ারম্যান আজ অর্থের অভাবে নিজের সঠিক চিকিৎসা করতে পারছেনা, তাহলে বাকি বিহারি ভাইদের অবস্থা আরো নাজেহাল, স্বাধীনতার পর থেকে আজ অবদি মানবতার জীবন যাপন করছেন বিহারী নাগরিকরা।
বাংলাদেশ জামায়াত ইসলামী সরকার গঠন করলে সারা বাংলাদেশের বিহারী ভাইদের পুর্নবাসন করে নাগরিক সুযোগ সুবিধার ব্যবস্থা করবে ইনশাআল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন ৬নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আব্দুল গফুর মোল্লা, ৬নং ওয়ার্ড সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, শ্রমিক কল্যাণ থানা সেক্রেটারি ওবায়দুল্লাহবতালুকদার, ইউনিট সভাপতি ইসমাইল, আলমগীর হোসেন, মিলন মাষ্টার, শাহজালাল, আনোয়ার শেখ, আমিনুল হক বাচ্চু সহ স্থানীয় নেতৃবৃন্দ।