রোববার, ১০ আগস্ট ২০২৫

|

শ্রাবণ ২৫ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

শেখ হাসিনা এদেশের মানুষকে বিক্রি করে দিয়েছে : কাজী মনির

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:৫৪, ৯ আগস্ট ২০২৫

শেখ হাসিনা এদেশের মানুষকে বিক্রি করে দিয়েছে : কাজী মনির

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনির

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনির বলেছেন, মুক্তিযুদ্ধকে শেখ হাসিনা কলঙ্কিত করেছে। শেখ হাসিনা এদেশের মানুষকে বিক্রি করে দিয়েছে। হাজারও মানুষকে তারা হত্যা করেছে। খালেদা জিয়াকে জেল বন্দি করেছে। হাজার কোটি টাকা পাচার করেছে। একারণেই তাকে পরিবার নিয়ে দেশ ছেড়ে পালাতে হয়েছে। 

শনিবার (৯ আগষ্ট) রূপগঞ্জে বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রয়াত মন্ত্রী মতিন চৌধুরীর স্মরণ সভায় অংশ নিয়ে একথা বলেন তিনি। 

তিনি আরও বলেন, আমরা মতিন চৌধুরীর জীবন ও তার আদর্শ অনুসরণ করবো। আসন্ন নির্বাচনে আমাদের জনগণের সমর্থন আদায় করতে হবে। আপনারা সেই অনুযায়ী কাজ করবেন এই আমার অনুরোধ। 

তিনি বলেন, দলের প্রতি মতিন চৌধুরীর যে ভালবাসা তার জন্যেই তাকে হাজার বার স্মরণ করতে হবে। একারণেই তো আমরা খালেদা জিয়া ও শহীদ জিয়াকে স্মরণ করি। আমরা তারেক জিয়াকে বরণ করে নিয়েছি।

তিনি বলেন, একটি মানুষকে সম্মান যদি না দেই তাহলে পাবো না। আমি কারও কাছ থেকে সম্মান, ভালবাসা চাইলে আমাকেও সম্মান ভালবাসা দিতে হবে।